দ্বিতীয় শ্রেণী বাংলা ক্লাস পরিক্ষা ২০২৪। এক সাথে তিনটি পাঠ থেকে প্রশ্ন তুলে ধরেছি। এই অধ্যয় গুলোর প্রশ্ন উত্তর করলে একটি ছাত্রের পড়াশোনা খুব ভাল পজিশানে থাকবে। প্রশ্ন দেওয়া হলো উত্তর চাইলে জানাবেন। পাঠগুলো হলো ছয় ঋতু, পাঠ ২১ পয়লা বৈশাখ ও আমাদের ছোট নদী কবিতা।
পাঠ ২০ ছয় ঋতু
ক। নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
১।বাংলা বছরে কয়টি মাস?
২। বছরে কয়টি ঋতু?
৩। ঋতু গুলির নাম লেখ।
৪। কোন কোন মাস মিলে কোন কোন ঋতু?
৫। কোন ঋতুতে খুব গরম পড়ে?
৬। কোন ঋতুতে খাল বিল শুকিয়ে যায়?
৭। কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়?
৮। গ্রীষ্ম ঋতুতে কোন, কোন ফল পাকে?
৯। বর্ষাকাল কোন দুটি মাস মিলে?
১০। বর্ষাকালে কোন কোন ফুল ফুটে?
১১। কোন ঋতুতে আকাশ নীল থাকে?
১২।কোন ঋতুতে আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়?
১৩। শরৎ ঋতু কোন দুটি মাস মিলে?
১৪। শরৎ ঋতুতে কোন ফুল ফুটে?
১৫। কোন ঋতুতে নবান্ন উৎসব হয়?
১৬। কোন কোন মাস নিয়ে হেমন্ত ঋতু?
১৭। পৌষ ও মাঘ মাস নিয়ে কোন ঋতু?
১৮। কোন ঋতুতে গাছের পাতা ঝরে?
১৯। বসন্ত ঋতু কোন দু মাস নিয়ে?
২০। কোন ঋতুতে কোকিল ডাকে?
খ. শব্দার্থ লিখঃ
ষ্ড়, – কালবৈশাখী –, নবান্ন- কুয়াশা, –
মাস ও ঋতুর নাম লিখি।
বৈশাখ ও জৈষ্ঠ এই মাস মিলে হয় ——————– ঋতু।
———————- ও ———————– এই দুই মাস মিলে হয় বর্ষা কাল।
ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় ——————– ঋতু।
কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় ———————– ঋতু।
পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয়———————— ঋতু।
————— ও —————- মিলে হয় বসন্ত ঋতু।
গ. প্রিয় ঋতু সম্পর্কে তিনটি বাক্য লিখ।
পাঠ ২১ পয়লা বৈশাখ
ঘ। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
১। বাংলা বছরের প্রথম দিন কোন?
২। বৈশাখী মেলায় কি কি থাকে?
৩। পয়লা বৈশাখের খবর কোথায় থেকে ছাপাতে হয়?
ঙ। শব্দার্থ লিখি:
পয়লা — শোভাযাত্রা —- সাংবাদিক —– বটমূল ——, বৈশাখী মেলা ———-, পত্রিকা—-
পাঠ ২২ আমাদের ছোট নদী
চ। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
১। আমাদের ছোট নদী কবিতার লেখকের নাম লেখ।
২। কখন নদীতে হাটুজল থাকে?
৩। নদীর দুই ধার কি রকম?
৪। চিকচিক করে কি?
৫। কিচিমিচি করে কি?
৬। রাতে কি ডাকে?
ছ। শব্দার্থ লিখ
হাটুজল——–, ধার——, ঢালু——, সেথা—–, ঝাক——, থেকে থেকে—–, হাঁক——–,
জ। শব্দ দিয়ে বাক্য তৈরি কর
নদী, ছোট, বৈশাখ, সাদা, ঝাঁক,
আরো পোষ্ট দেখতে নিচের লিংকে যান
CLASS FIVE MODEL TEST QUESTION ENGLISH 2024
1st Terminal Assessment-2024,Atrai,Naogaon
শ্রেণি চতুর্থ বাংলা প্রশ্ন সময় ২.৩০ ঘন্টা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন
দ্বিতীয় শ্রেণী বাংলা ক্লাস পরিক্ষা ২০২৪