প্রা্ন্তিক মূল্যায়ন- প্রশ্নপত্র বিজ্ঞান

প্রা্ন্তিক মূল্যায়ন- প্রশ্নপত্র বিজ্ঞান। যিনারা সন্তানের বা ছাত্র ছাত্রীর ভাল প্রস্তুতির জন্য অল্প সময়ের মধ্যে প্রশ্ন খোঁজছেন তিনাদের জন্য এটি একটি গুরত্ব পুর্ণ সাইট।

শ্রেনি: পঞ্চম      বিষয়: প্রাথমিক বিজ্ঞান

সময়: ২ ঘন্টা ৩০মিনিট     র্পূ্নমান: ১০০

(বি:দ্র: ডান পার্শ্স্থ সংখ্যা পূর্নাঙ্গ মান জ্ঞাপক)               ২১৫=৩০

১. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ:

(ক) উদ্ভিদ খ্যাদ্য তৈরিতে ব্যাবহার করে এমন ২টি উপাদনের নাম্‌।

(খ)পানি দূষণের ২টি প্রভাব লেখ।

(গ) ঘনীভবন কাকে বলে।

(ঘ)এসিড বৃষ্টি কাকে বলে।

(ঙ)নিরাপদ পানি কাকে বলে?

(চ) কার্ব্ন ডাই অ্ক্রাইডের ২টি ব্যাবহার লিখ।

(ছ)এমন ২টি উদ্ভিদের নাম লিখ যাদের আবাসস্থল পানিতে।

(জ)মাটি দূষণের ২টি প্রভাব লিখ।

(ঝ)নিরাপদ পানি কী?

(ঞ)রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরনের ২টি উপাদানের নাম।

(ট)পরিবেশ সংরক্ষনের অন্যতম প্রধান উপায় কী।

(ঠ)পরাগায়নে সাহায্য করে এমন ২টি প্রাণীর নাম লিখ।

(ড) বায়ু দূষন রোধে কোন যান চালনোর প্রতি তুমি অধিকতর গুরুত্ব দিবে।

(ঢ)বাড়িতে কোন প্রানী মারা গেলে তুমি কী করবে।

(ণ)সূর্য্ থেকে পাওয়া শক্তি কী নামে পরিচিত।

২. সঠিক শদ্ব দিয়ে শূন্যস্থান পূরন করে উত্তরপত্রে লিখ: (যে কোন ১২টি)

(ক)পরাগায়নে ফলে উদ্ভিদের­­­­­­­­­ —–সৃষ্টি হয়।

(খ)পরিবেশ দূষনের প্রধান উৎস —– জ্বালানি ব্যবহার।

(গ)বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে —— বলে।

(ঘ) মাটিতে শোষিত পানি—— পানি হিসাবে জমা থাকে।

(ঙ)জীবানুমুক্ত নিরাপদ পানির জন্য—-মিনিটের বেশি সময় ধরে পানি ফুটাতে হবে

(চ)ইউরিয়া সার তৈরিতে বায়ুর —ব্যবহার

(ছ)সমস্থ শক্তির মূল  উৎসই—–।

(জ) প্রানীর মৃতদেহ পচে—— পরিনত হয়্।

(ঝ)কীটাশক মাটির সাতে মিশে —-দূষিত করে।

(ঞ)খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূযের আলো,—–ও বায়ু প্রয়োজন।

(ট)উদ্ভিদের দেহে প্রায় — ভাগ পানি।

(ঠ)বায়ু দূষন মানুষের স্বাস্থের জন্য—-।

এরকম আরো প্রশ্ন ও উত্তর পেতে আমাদের পরামর্শ দিয়ে সাথে থাকুন। সম্ভবতো পাঠ কারিকুলাম পরিবর্তন হতে পারে । তাহলে আবার প্রশ্ন উত্তর ও তা অনুযায়ী ছাত্র ছাত্রীদের পড়াশোনা বৃদ্ধি পাবে। বিস্তারিত জানতে 01736265696 প্রা্ন্তিক মূল্যায়ন

ইংরেজিতে অনর্গল কথা বলতে ৬৬ টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণ

কাহিনী সংক্ষেপ শেক্সপিয়রের প্রতিভার পূর্ণ বিকাশ

CLASS FIVE MODEL TEST QUESTION ENGLISH 2024

আমাদের ফেসবুক পেজ